Skip to main content

Posts

একটি গাছ একটি প্রাণ - বাংলা রচনা | Bengali Essay on A Tree A Soul | Bangla Paragraph Writing for Class III - VI

  একটি গাছ একটি প্রাণ - বাংলা রচনা | Bengali Essay on A Tree A Soul | Bangla Paragraph Writing for Class III - VI  একটি গাছ একটি প্রাণ   “আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল— মানবের স্নেহ অঙ্গনে চল্ আমাদের ঘরে চল্।” —রবীন্দ্রনাথ বৃক্ষ মানুষের আপনজন, জননীতুল্য। বৃক্ষই পৃথিবীতে প্রাণের অগ্রদূত। মানুষের আগমনের পূর্বেই সে পৃথিবীতে এসে মানুষের জন্য খাদ্য এবং শীতল ছায়া দিয়ে প্রতীক্ষা করছিল তার আবির্ভাবের বিশ্বকবির কবিতায় গাছ ‘আদিপ্রাণ'। কিন্তু বর্তমান শহরকেন্দ্রিক সভ্যতায় কৃতঘ্ন মানুষ নিজহস্তে আত্মহননের পথ বেছে নিয়েছে ধোঁয়ায় পরিপূর্ণ পরিবেশ। তবে ধীরে ধীরে বৃক্ষরােপণের প্রয়ােজনীয়তা মানুষের মধ্যে শুভবােধ জাগ্রত করছে। আমাদের দেশের বনভূমি জাতীয় উৎপাদনে এক উল্লেখযােগ্য ভূমিকা পালন করে। এই বনভূমি কেটে ফেলার অর্থ মরুভূমির সূচনা, মৃত্যুপুরীর আহ্বান। অর্থাৎ অনাবৃষ্টি, খরা, অনুর্বর শস্যখেত, দূষিত পরিবেশ। অরণ্যায়নের মাধ্যমে সম্ভব হয় মরুভূমির বশীকরণ। বৃক্ষরােপণের উদ্দেশ্যই হল অরণ্যের তরু শিশুদলকে মানব সমাজের সান্নিধ্যে আহ্বান করা। পর্যাপ্ত সংখ্যক বৃক্ষরােপণ দিতে পারে ধরণীর ক্ষতবেদনা নিরাম
Recent posts

মানবপ্রেম - বাংলা রচনা | Bengali Essay on Human Love | Bangla Paragraph Writing for Class III - VI

মানবপ্রেম - বাংলা রচনা | Bengali Essay on Human Love | Bangla Paragraph Writing for Class III - VI মানবপ্রেম মানব সভ্যতার ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, পৃথিবীতে আদিম যুগ থেকে মানুষ বনে-জঙ্গলে পর্বতের গুহায় বাস করত। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ দিকে দিকে তার সভ্যতা বিস্তার করেছে। ব্যক্তিগত জীবনে, সমাজজীবনে ও রাষ্ট্রজীবনে নিজের প্রভাব-প্রতিপত্তি এবং আধিপত্য বিস্তারের জন্য একে অপরের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয়েছে বহুবার। মানুষ নিত্যনতুন জিনিস আবিষ্কার করেছে, আদব-কায়দায় সভ্য হয়েছে তবুও তার স্বভাবের অভ্যন্তরে লুকিয়ে আছে তার হিংস্র প্রকৃতি, লােভ রিপুতাড়িত হয়ে স্বার্থপর মানুষ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। ধরাতল বহুবার রঞ্জিত হয়েছে লােহিত রুধির ধারায়। শান্তিপ্রিয় মানুষ যখন তার জীবনে অনুভব করে নিরাপত্তাহীনতা, স্বাচ্ছন্দ্যের একান্ত অভাব তখনই তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে মানবতার মহাবাণী।. প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস থেকে মানুষ যুদ্ধের ভয়াবহ পরিণাম সম্পর্কে জানতে পারে। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য নরনারীর মৃতদেহ ও ভয়াবহতাতে প্রত্যক্ষভাবে অনুধাবন করেই নিষ্ঠুর অশােকধর্মবিজয়ের পথ বেছে নিয়েছিলেন

খেলাধুলা ও শরীরচর্চা - বাংলা রচনা | Bengali Essay on Sports and Exercise | Bangla Paragraph Writing for Class III - VI

খেলাধুলা ও শরীরচর্চা  - বাংলা রচনা | Bengali Essay on Sports and Exercise | Bangla Paragraph Writing for Class III - VI খেলাধুলা ও শরীরচর্চা অথবা, আমাদের স্বাস্থ্য, আমাদের মন দুর্বল শরীর মনের বিকাশে বাধা দেয়। মানুষের মনের ইচ্ছা পূরণে সবল দেহ প্রয়ােজন। তেমন প্রয়ােজন সুস্বাস্থ্য। শরীর ও মনের উপর নির্ভর করে পড়াশুনা। শরীর সুস্থ না থাকলে বিদ্যায় মন বসবে না। প্রাচীনকালে ছেলেরা যখন গুরুগৃহে থাকত, তখন গুরুর সমস্ত কাজই তারা করত। ফুল তােলা, কাঠ সংগ্রহ করা, গােরু চরানাে, জমি চাষ করা এসব তারা করত। ফলে তপােবনের সেই পরিবেশে শারীরিক শ্রমটাও পড়াশুনার সময় হত। বর্তমানে মানুষের কাজের চাপ বেড়েছে। ছেলেদের পড়ার চাপও বেড়েছে। এখন খেলা করাটা যেন অন্যায় কর্ম। অথচ খেলােয়াড়দের সঙ্গে করি, তাদের নিয়ে হইচই করি। খেলাধুলা না করার ফলে অনেকের সঙ্গে বন্ধুত্ব করার সুযােগ থাকে না। আমরা প্রতিদিনের আনন্দ থেকে বঞ্চিত থাকি। তাছাড়া আমাদের সুস্বাস্থ্য গঠিত হয় শরীরচর্চার মাধ্যমে। তাই শরীরচর্চা ও খেলাধুলা করতেই হবে। কেননা, আমাদের স্বাস্থ্য আমাদের হাতে। খেলাধুলা ও শরীরচর্চা  - বাংলা রচনা | Bengali Essay on Sports an

জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ - বাংলা রচনা | Bengali Essay on National Solidarity And Separatism | Bangla Paragraph Writing for Class III - VI

জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ - বাংলা রচনা | Bengali Essay on National Solidarity And Separatism | Bangla Paragraph Writing for Class III - VI জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ জাতীয় সংহতি বলতে বােঝায় কোনাে জাতির জনসাধারণের মধ্যে একতার মনােভাব। বস্তুতপক্ষে যে-কোনাে স্বাধীন রাষ্ট্রের সার্বিক উন্নতির মূলে সর্বাগ্রে প্রয়ােজন দেশের জনগণের মধ্যে নিবিড় ঐক্যবােধ। দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় ও সম্মিলিতভাবে কাজ করে, তবে সে দেশ ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যায়। জাতীয় সংহতি কেবল জাতির উন্নতিসাধনই করে না—দেশের সার্বভৌমত্ব রক্ষা করে এবং বৈদেশিক শাসন প্রতিহত করে। তাই যে-কোনাে স্বাধীন রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নতির মূলশক্তি হল জাতীয় সংহতি।ভারতবর্ষ বহু জাতি, ধর্ম ও সম্প্রদায়ের দেশ। এখানে বৈচিত্র্য রয়েছে অনেক। এই বৈচিত্র্যহেতু ইতিহাসের বিভিন্ন পর্বে বিরােধ-সংঘাতও যথেষ্ট হয়েছে। কিন্তু সেটাই বড়াে কথা নয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যসাধনই ছিল ইতিহাসের লক্ষ্য। ভারতবর্ষের ইতিহাসের প্রধান সার্থকতা এই বৈচিত্র্যের মধ্যেঐক্যসাধন। ভারতবর্ষ অধিকার করে ব্রিটিশ শাসক উপলব্ধি করেছিল এ দেশের মূলশক্তি—নিবিড় জাতীয়ত

একতাই বল - বাংলা রচনা | Bengali Essay on Unity is Strength | Bangla Paragraph Writing for Class III - VI

একতাই বল - বাংলা রচনা | Bengali Essay on Unity is Strength | Bangla Paragraph Writing for Class III - VI একতাই বল যে কোনাে জাতির পক্ষে এক অন্যতম মহৎ গুণ। যে-জাতির মধ্যে একতা বিরাজ করে, সে জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। একতার উদ্দেশ্যই হল পারস্পরিক সম্প্রীতির বন্ধনে জাতীয় উন্নতিসাধন। একতার মতাে বড়াে শক্তি আর নেই। একতা থাকলেই সমাজজীবনের উন্নতি সম্ভব, নতুবা পারস্পরিক বিদ্বেষ ও বিবাদ এসে তার ভিত্তি শিথিল করে দেয়। যখন বহু লােকের মধ্যে পারস্পরিক সহযােগিতার মনােভাব বিরাজ করে, তখনই বুঝতে হবে। সেখানে একতা আছে। একের অভাবে যখন দশজন এসে সাহায্য করে, একের বিপদকে যখন সকলে নিজেদের প্রত্যেকের বিপদ বলে গণ্য করে, তখনই সেখানে একতা থাকে। পরস্পরের সাহায্য, সহযােগিতা ও সহানুভূতিতেই একতার বন্ধন সুদৃঢ় হয়। একতাই মানুষকে পরস্পরের নিকটবর্তী করে ; আর অনৈক্য মানুষকে হিংসা, দ্বেষ ও কলহের ভিতর দিয়ে ধ্বংসের মুখে ঠেলে দেয়।ইংরেজ জাতি পূর্ব গােলার্ধে একদিন যে আধিপত্য বিস্তার করেছিল, তার মূল কারণ একতা। আমরা  যে আড়াই শত বৎসরের পর স্বাধীন হবার গৌরব অর্জন করেছি, তার প্রধান কারণও একতা। ভারতের অধিকাংশ নরনারীই স্বাধীনত

তাপশক্তির কেন্দ্র সূর্য - বাংলা রচনা | Bengali Essay on The Sun is The Center of Heat Power | Bangla Paragraph Writing for Class III - VI

তাপশক্তির কেন্দ্র সূর্য - বাংলা রচনা | Bengali Essay on The Sun is The Center of Heat Power | Bangla Paragraph Writing for Class III - VI তাপশক্তির কেন্দ্র সূর্য রােজ সকালে রাত্রির অন্ধকার দূর করে পূর্ব আকাশে উদিত হয় সূর্য। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পাখিরা কলরব করতে করতে বাসা ছেড়ে উড়ে যায়। মানুষ ও অন্যান্য জীবজন্তু সকলেই জেগে ওঠে। সকালে সূর্যকে দেখায় সােনার থালার মতাে। তখন তেজ কম থাকে বলে আমরা চেয়ে থাকতে পারি। ক্রমে ক্রমে তাপ বাড়তে থাকে এবং দুপুরের সময় তাপ সবচেয়ে বেশি হয়। বিকেলের দিকে সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়। সূর্যের আলাে না পেলে মানুষ, জীবজন্তু, গাছপালা কিছুই বাঁচতে পারত না। সূর্য আলাে দিয়ে নানাভাবে মানুষের খুব উপকার করছে। তাপশক্তির কেন্দ্র সূর্য - বাংলা রচনা | Bengali Essay on The Sun is The Center of Heat Power | Bangla Paragraph Writing for Class III - VI তাপশক্তির কেন্দ্র সূর্য - বাংলা রচনা | Bengali Essay on The Sun is The Center of Heat Power | Bangla Paragraph Writing for Class III - VI তাপশক্তির কেন্দ্র সূর্য - বাংলা রচনা | Bengali Essay on The Sun is The Center o

গ্রীষ্মের দুপুর - বাংলা রচনা | Bengali Essay on Mid Day of Summer | Bangla Paragraph Writing for Class III - VI

গ্রীষ্মের দুপুর - বাংলা রচনা | Bengali Essay on Mid Day of Summer | Bangla Paragraph Writing for Class III - VI গ্রীষ্মের দুপুর গ্রীষ্মের দুপুরে সূর্য আগুন ঢালে। মানুষ-পশু-পাখি ছায়ায় আশ্রয় নেয়— কেউ ঘরের ছায়ায়, কেউ গাছের ছায়ায়। শহরে বাড়িতে বাড়িতে পাখা ঘােরে। রাস্তাঘাটে লােকজন নজরে কম আসে। পাতিকাকের ডাক, আইসক্রিমওয়ালার চিৎকারে সব কিছু কেমন থমথমে মনে হয়। গ্রামের গাছতলায় গােরু-বাছুর জড়াে হয়ে বিশ্রাম নিতে থাকে। রাখাল বালকেরা বাঁশি বাজায়। দু-একজন মানুষ মেঠো পথ দিয়ে ধীরে ধীরে চলতে থাকে। গাঁয়ের বধূরা দুপুরের স্নান সেরে কলশি কাধে ঘরে ফিরে চলে। ঘুঘু ডাকে একটানা। দাঁড়কাক ‘কাকা’ করে। কখনও কোনাে মােরগের চিৎকার মনটাকে উতলা করে তােলে। স্কুলের লেখাপড়া বন্ধ থাকে। ছােটো ছেলে-মেয়েরা ঘরের মাঝে চুপচাপ থাকতে বাধ্য হয়। গা দিয়ে অনবরত ঘাম ঝরতে থাকে। প্রচণ্ড গরমে কোথাও একটু স্বস্তি বা আরাম মেলে না। গ্রীষ্মের দুপুর - বাংলা রচনা | Bengali Essay on Mid Day of Summer | Bangla Paragraph Writing for Class III - VI গ্রীষ্মের দুপুর - বাংলা রচনা | Bengali Essay on Mid Day of Summer | Bangla Paragr