|
মানবপ্রেম - বাংলা রচনা | Bengali Essay on Human Love | Bangla Paragraph Writing for Class III - VI |
মানবপ্রেম
মানব সভ্যতার ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, পৃথিবীতে আদিম যুগ থেকে মানুষ বনে-জঙ্গলে পর্বতের গুহায় বাস করত। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ দিকে দিকে তার সভ্যতা বিস্তার করেছে। ব্যক্তিগত জীবনে, সমাজজীবনে ও রাষ্ট্রজীবনে নিজের প্রভাব-প্রতিপত্তি এবং আধিপত্য বিস্তারের জন্য একে অপরের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয়েছে বহুবার। মানুষ নিত্যনতুন জিনিস আবিষ্কার করেছে, আদব-কায়দায় সভ্য হয়েছে তবুও তার স্বভাবের অভ্যন্তরে লুকিয়ে আছে তার হিংস্র প্রকৃতি, লােভ রিপুতাড়িত হয়ে স্বার্থপর মানুষ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। ধরাতল বহুবার রঞ্জিত হয়েছে লােহিত রুধির ধারায়। শান্তিপ্রিয় মানুষ যখন তার জীবনে অনুভব করে নিরাপত্তাহীনতা, স্বাচ্ছন্দ্যের একান্ত অভাব তখনই তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে মানবতার মহাবাণী।. প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস থেকে মানুষ যুদ্ধের ভয়াবহ পরিণাম সম্পর্কে জানতে পারে। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য নরনারীর মৃতদেহ ও ভয়াবহতাতে প্রত্যক্ষভাবে অনুধাবন করেই নিষ্ঠুর অশােকধর্মবিজয়ের পথ বেছে নিয়েছিলেন। আধুনিককালে বিশ্বব্যাপী যে ভয়ানক প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে, তার নাশকতার পরিমাণ সাংঘাতিক। অজস্র মানুষ নিহত হয়েছে, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, যুদ্ধ বন্ধ করার উদ্দেশে রাষ্ট্রসংঘ গঠিত হয়েছে। সাধারণ শান্তিপ্রিয় মানুষ আজ যুদ্ধের ভয়াবহতা ও নাশকতায় আতঙ্কিত ও চিন্তিত। তাই পৃথিবীর প্রতিটি মানুষকেই আগামী পৃথিবীকে সুন্দরতম করে তােলার জন্য সচেষ্ট হতে হবে, যুদ্ধের বীজকে পুরােপুরি উপড়ে ফেলতে হবে। আজ দিকে দিকে শান্তিকামী মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে—‘যুদ্ধ নয়, শান্তি চাই’, ‘সাম্রাজ্যবাদ নিপাত যাক'।
|
মানবপ্রেম - বাংলা রচনা | Bengali Essay on Human Love | Bangla Paragraph Writing for Class III - VI |
|
মানবপ্রেম - বাংলা রচনা | Bengali Essay on Human Love | Bangla Paragraph Writing for Class III - VI |
|
মানবপ্রেম - বাংলা রচনা | Bengali Essay on Human Love | Bangla Paragraph Writing for Class III - VI |