|
একতাই বল - বাংলা রচনা | Bengali Essay on Unity is Strength | Bangla Paragraph Writing for Class III - VI |
একতাই বল
যে কোনাে জাতির পক্ষে এক অন্যতম মহৎ গুণ। যে-জাতির মধ্যে একতা বিরাজ করে, সে জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। একতার উদ্দেশ্যই হল পারস্পরিক সম্প্রীতির বন্ধনে জাতীয় উন্নতিসাধন। একতার মতাে বড়াে শক্তি আর নেই। একতা থাকলেই সমাজজীবনের উন্নতি সম্ভব, নতুবা পারস্পরিক বিদ্বেষ ও বিবাদ এসে তার ভিত্তি শিথিল করে দেয়। যখন বহু লােকের মধ্যে পারস্পরিক সহযােগিতার মনােভাব বিরাজ করে, তখনই বুঝতে হবে। সেখানে একতা আছে। একের অভাবে যখন দশজন এসে সাহায্য করে, একের বিপদকে যখন সকলে নিজেদের প্রত্যেকের বিপদ বলে গণ্য করে, তখনই সেখানে একতা থাকে। পরস্পরের সাহায্য, সহযােগিতা ও সহানুভূতিতেই একতার বন্ধন সুদৃঢ় হয়। একতাই মানুষকে পরস্পরের নিকটবর্তী করে ; আর অনৈক্য মানুষকে হিংসা, দ্বেষ ও কলহের ভিতর দিয়ে ধ্বংসের মুখে ঠেলে দেয়।ইংরেজ জাতি পূর্ব গােলার্ধে একদিন যে আধিপত্য বিস্তার করেছিল, তার মূল কারণ একতা। আমরা যে আড়াই শত বৎসরের পর স্বাধীন হবার গৌরব অর্জন করেছি, তার প্রধান কারণও একতা। ভারতের অধিকাংশ নরনারীই স্বাধীনতা লাভের জন্য ঐকবদ্ধ হয়, তাই অহিংসার পথেও তাদের অভীষ্ট পূর্ণ হয় ; এজন্য তাদের শাসকগােষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র অভিযানও করতে হয়নি। যে মুহূর্তে ভারতবাসী ‘এক জাতি, এক প্রাণ, একতা’–এই মূল মন্ত্রে দীক্ষা লাভ করে, সেই মুহুর্তেই তার আত্মশক্তিতে বিশ্বাস জন্মায়,আর অসাধ্য সাধনেও তারা বিশেষ বেগ পায়নি। একতাবদ্ধ ভারতবাসীর কণ্ঠ থেকে যেদিন ‘ভারত ছাড়াে’ ধ্বনি উচ্চারিত হয়, নেতাজি সুভাষচন্দ্রের ঐক্যবদ্ধ সেনাবাহিনী যেদিন ভারতের বাইরে দিল্লি অভিযানের কথা ঘােষণা করে, সেদিন থেকেই ইংরেজ-শাসক মর্মে মর্মে উপলদ্ধি করে যে, ভারতের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া ভিন্ন গত্যন্তর নেই। আর ঐক্যসূত্র যেখানেই ছিন্ন হয়, সেখানেই দেখা দেয় বিবাদ-বিসংবাদ, হিংসা-দ্বেষ ও যুদ্ধবিগ্রহ। রাজনৈতিক কারণে ভারতের একদল মুসলমা হয়, সেদিন থেকেই ভারতের অকল্যাণ ঘটে। একতার অভাবেই ভারতবর্ষ আজ দ্বিধাবিভক্ত ও বিপন্ন। যেখানেই একতা থাকে, সেখানেই কার্যসিদ্ধি হয়। একতার জোরেই ক্ষুদ্র মৌমাছি বিরাট মৌচাক রচনা করতে সক্ষম হয়, তুচ্ছ তৃণগুচ্ছও মিলিত হয়ে রঞ্জুতে পরিণত হলে উন্মত্ত শক্তিবিশিষ্ট পশুকেও বাঁধতে পারে। এই একতার গুণেই শ্রমিকদল তাদের বহু দাবি সরকারকে দিয়ে পূরণ করে নেয় এবং রাজনৈতিক গােষ্ঠী নির্বাচনে জয়লাভ করে। পরিবারের মধ্যেও যখন এরকম একতা বিরাজ করে, তখন সেই পরিবার হয় সুখী পরিবার। একতার অভাবে পারিবারিক সুখশান্তি নষ্ট হয়। তাই, একথা মনে রাখতে হবে যে, একতার মতাে বড়াে শক্তি পৃথিবীতে আর নেই। কী পারিবারিক জীবনে, কী সমাজজীবনে একতা রক্ষা করে চলাই সকলের কর্তব্য। ভারতের বিভিন্ন রাজ্যের অধিবাসী হয়েও আমরা যদি মনে করতে পারি যে, আমরা সকলেই ভারতবাসী, তাহলে আমাদের মধ্যে কখনােই প্রাদেশিকতা-রূপ সংকীর্ণ মনােভাব দেখা দেবে না, আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হব না। আচার-আচরণ ও ভাষাগত স্বাতন্ত্র্য রক্ষা করেও যে একতা বজায় রাখা যায়—ভারতবাসী যুগে যুগে তার প্রমাণ দিয়েছে। সুতরাং, বিচ্ছিন্নতা যদি আমাদের গ্রাস করে তবে দেশ ও জাতির পক্ষে তা মহাবিপদের কারণ হবে।
|
একতাই বল - বাংলা রচনা | Bengali Essay on Unity is Strength | Bangla Paragraph Writing for Class III - VI |
|
একতাই বল - বাংলা রচনা | Bengali Essay on Unity is Strength | Bangla Paragraph Writing for Class III - VI |
|
একতাই বল - বাংলা রচনা | Bengali Essay on Unity is Strength | Bangla Paragraph Writing for Class III - VI |