ভারতের জাতীয় খেলা : হাডুডু বা কাবাডি - বাংলা রচনা | Bengali Essay on Indian National Game : Kabaddi | Bangla Paragraph Writing for Class IIII - VI
ভারতের জাতীয় খেলা : হাডুডু বা কাবাডি - বাংলা রচনা | Bengali Essay on Indian National Game : Kabaddi | Bangla Paragraph Writing for Class IIII - VI |
ভারতের জাতীয় খেলা হাডুডু বা কাবাডি
হাডুডু বা কাবাটি খেলায় সমস্ত শরীরের ভালো ব্যায়াম হয় । এই খেলা ক্ষিপ্ৰতা , ধৈর্য ও শৃঙ্খলাবোধ বাড়ায় ৷ ভারতের বিভিন্ন রাজ্যের গ্ৰামাঞ্চলে এই খেলাটি খুবই জনপ্রিয় ৷ এই খেলায় প্রত্যেক দলে ১২ জন করে খেলোয়াড় থাকে ৷ তার মধ্যে ৭ জন খেলায় অংশগ্রহণ করে, বাকি ৫ জন অতিরিক্ত খােলায়াড় ৷ দুটি অর্ধে খেলা হয় I প্রথম অর্ধে যে দল আক্রমণ করে , তাদের একজন খােলায়াড় মুখে হাডুডু, হাডুডু বা কাবাডি কাবাডি শব্দ করতে করতে বিপক্ষ দলের সীমানায় গিয়ে কাউকে ছুঁয়ে নিজের সীমানায় ফিরে আসতে পারলে ১ পয়েন্ট পায় । যে খেলোয়োড়কে ছুঁয়ে দেয় যে আউট হয়ে যায় ৷ অপর দিকে বিপক্ষ দল যদি … এই খেলোয়াড়কে তাদের সীমানায় আটকে রাখতে পারে তারা ১ পয়েন্ট পায় ৷ একসঙ্গে কোনো দলের সাতজন খেলোয়াড়ই আউট হয়ে গেলে বিপক্ষ দল দুটি পয়েন্ট পায় I যিনি খেলা পরিচালনা করেন তাকে বলে আম্পায়ার ৷ এ ছাড়া থাকেন দুজন লাইন্সম্যান I ভারত সরকার এই খেলাটিকে জাতীয় খেলার মর্যাদা দিয়েছেন I
ভারতের জাতীয় খেলা : হাডুডু বা কাবাডি - বাংলা রচনা | Bengali Essay on Indian National Game : Kabaddi | Bangla Paragraph Writing for Class IIII - VI |
ভারতের জাতীয় খেলা : হাডুডু বা কাবাডি - বাংলা রচনা | Bengali Essay on Indian National Game : Kabaddi | Bangla Paragraph Writing for Class IIII - VI |
ভারতের জাতীয় খেলা : হাডুডু বা কাবাডি - বাংলা রচনা | Bengali Essay on Indian National Game : Kabaddi | Bangla Paragraph Writing for Class IIII - VI |