পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - বাংলা রচনা | Bengali Essay on Pandit Iswar Chandra Vidyasagar | Bangla Paragraph Writing for Class III - VI
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - বাংলা রচনা | Bengali Essay on Pandit Iswar Chandra Vidyasagar | Bangla Paragraph Writing for Class III - VI |
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ভূমিকা : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু বিদ্যারই সাগর ছিলেন না, ছিলেন—করুণাসাগর, দয়ার সাগর।
জন্ম ও বংশ পরিচয় : মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্রের জন্ম হয়। তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। মাতার নাম ভগবতী দেবী।
শিক্ষা : পাঁচ বছর বয়সে গ্রামের পাঠশালায় ভরতি হন। সেখানে পড়াশােনা শেষ করে সাড়ে আট বৎসর বয়সে বাবার
সঙ্গে কলকাতায় চলে আসেন এবং কলকাতার সংস্কৃত কলেজে ভরতি হন। ছােটোবেলা থেকেই তিনি খুব মেধাবী ছিলেন। পিতার আর্থিক অবস্থা ভালাে না থাকার দরুন তাঁকে ছােটোবেলায় খুব কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছিল। তাঁকে রান্না করে খেতে হত এবং রাস্তার আলােতেই পড়তে হত। এভাবে কষ্ট করে তিনি বিদ্যালাভ করেন। সংস্কৃত
কলেজ থেকেই তিনি 'বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন।
কর্মজীবন : লেখাপড়া শেষ করে তিনি চাকরিতে যােগ দেন। তিনি সংস্কৃত কলেজের অধ্যাপক হন। পরে অধ্যক্ষ হন। তাঁর 'বর্ণপরিচয়’ ‘কথামালা’ 'সীতার বনবাস’ প্রভৃতি পুস্তক আজও জনপ্রিয়। তিনি খুব তেজস্বী পুরুষ ছিলেন। একবার ওপরওয়ালার সঙ্গে মতবিরােধ হওয়ায় তিনি এককথায় পাঁচশত টাকা বেতনের চাকরি ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তার মায়ের আদেশ সবসময় মেনে চলতেন। গরিবদুঃখীর প্রতি তাঁর অসীম দয়া ছিল। তিনি গরিবদুঃখীকে অকাতরে দান করতেন।
মৃত্যু : বাংলা ১২৯৮ সালের ১৩ শ্রাবণ (ইং ১৮৯১ খ্রিস্টাব্দের ২৯ জুলাই) তিনি কলকাতায় পরলােক গমন করেন। তাঁর স্মৃতিরক্ষার জন্যে কলকাতায় বিদ্যাসাগর কলেজ ও বিদ্যাসাগর স্ট্রিট আছে।
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - বাংলা রচনা | Bengali Essay on Pandit Iswar Chandra Vidyasagar | Bangla Paragraph Writing for Class III - VI |
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - বাংলা রচনা | Bengali Essay on Pandit Iswar Chandra Vidyasagar | Bangla Paragraph Writing for Class III - VI |
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - বাংলা রচনা | Bengali Essay on Pandit Iswar Chandra Vidyasagar | Bangla Paragraph Writing for Class III - VI |