|
মহরম - বাংলা রচনা | Bengali Essay on Muharram | Bangla Paragraph Writing for Class III - VI |
মহরম
ভূমিকা : মহরম মুসলমানদের প্রধান উৎসব। উৎসব হলেও মহরম আনন্দের অনুষ্ঠান নয়। মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এই উৎসবের মধ্যে দিয়ে সত্য, ধর্ম ও আদর্শের প্রতি তাদের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন। এই উৎসবের সঙ্গে একটি বেদনাময় কাহিনি জড়িত আছে।
মহরমের কাহিনি : মুসলমানদের প্রধান ধর্মগুরু হজরত মােহম্মদ। হজরত মােহম্মদের মৃত্যুর পর প্রধান ধর্মগুরু উপাধি হয় "খলিফা"। হজরত মােহম্মদের কন্যা ফতেমা বিবি। তাঁর দুই ছেলে হাসান ও হােসেন। 'খলিফা’ পদ নিয়ে হাসান-হােসেনের সঙ্গে দামাস্কাসের এজিদের ঝগড়া বাধল। এজিদ হাসানকে বিষ খাইয়ে হত্যা করল। হােসেন পরিবারের লােকজন নিয়ে কুফা থেকে মক্কায় চলে যান। কিন্তু কুফার অধিবাসীদের আশ্বাস পেয়ে তিনি আবার মক্কা থেকে কুফার পথে চললেন। কিন্তু পথপ্রদর্শক তাঁকে ভুল পথে কারবালার মরুপ্রান্তরে নিয়ে এল। এজিদের সৈন্যরা তাঁকে আর তার পরিবারের লােকেদের কারবালা প্রান্তরে নিষ্ঠুরভাবে হত্যা করল। মহরম মাসে এই ঘটনা ঘটেছিল বলে একে বলে মহরম। এই বেদনাময় কাহিনি স্মরণ করেই মহরম অনুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠান : মহরম মাসে প্রত্যেক মুসলমান সারাদিন উপবাসী থেকে মসজিদে কোরান পাঠ করে সন্ধ্যাবেলায় উপবাস ভঙ্গ করেন ও গরিবদুঃখীদের অন্ন ও জল বিতরণ করেন। কারবালার যুদ্ধের অভিনয় করে একদল লোক 'হায় হাসান’ 'হায় হােসেন’ বলে নিজ নিজ বুকে আঘাত করতে থাকেন। হাসান-হােসেনের সমাধির অনুকরণে ‘তাজিয়া’মিছিলের সঙ্গে থাকে।