সত্যজিং রায় - বাংলা রচনা | Bengali Essay on Satyajit Ray | Bangla Paragraph Writing for Class III - VI
সত্যজিং রায় - বাংলা রচনা | Bengali Essay on Satyajit Ray | Bangla Paragraph Writing for Class III - VI |
সত্যজিং রায়
ভূমিকা : সত্যজিৎ রায় বাংলা তথা সারা ভারতবর্ষের একজন প্রবাদপুরুষ। চলচ্চিত্র সাহিত্য ও শিল্পের ক্ষেত্রে তাঁর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তাঁর পরিচালিত বিভিন্ন বাংলা চলচ্চিত্র সারা বিশ্বে প্রদর্শিত ও পুরস্কৃত হয়ছে।
জন্ম ও বংশ পরিচয় : সত্যজিৎ রায় ২ মে ১৯২১ খ্রিস্টাব্দে উত্তর কলকাতার বিখ্যাত রায়চৌধুরি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল সুকুমার রায় ও মাতার নাম ছিল সুপ্রভা রায়। তাঁরর পিতামহের নাম ছিল উপেন্দ্রকিশোর রায়চৌধুরি।
ছেলেবেলা ও শিক্ষা : দু-বছর বয়সে তাঁর পিতা মারা যাওয়ায় সুপ্রভা দেবী দক্ষিণ কলকাতায় তাঁর দাদা প্রশান্তবাবুর কাছে চলে আসেন। সেখানে সত্যজিৎ প্রথম বালিগঞ্জ রাষ্ট্রীয় হাইস্কুলে ভরতি হন। স্কুলের গণ্ডি শেষ করে
তিনি বিএ পাশ করেন।
কর্মজীবন : ১৯৪৩ খ্রিঃ থেকে ১৯৫৩ খ্রিঃ পর্যন্ত তিনি একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন। কিশোর বয়স থেকে তিনি চলচ্চিত্রের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করতেন। তিনি পরবর্তীকালে অসংখ্য বাংলা চলচ্চিত্রের সার্থক পরিচালনা করেন। “মহানগর”, “পথের পাঁচালী” “গুপী গাইন বাঘা বাইন”, “চিড়িয়াখানা” তাঁর অনবদ্য সৃষ্টি। সত্যজিৎ রায় শুধু চলচ্চিত্রই তৈরি করেননি, তিনি একজন স্বনামধন্য শিশুসাহিত্যিক ছিলেন। তাঁর লেখা “সোনার কেল্লা” “জয়বাবা ফেলুনাথ'”, “প্রফেসর শঙ্কু”, " ফটিক চাঁদ", "হত্যাপুরী", "গাংটকে গন্ডগোল" ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
সম্মান ও পুরস্কার : “পদ্মশ্রী”, “পদ্মভূষণ', “ভারতরত্ন" ইত্যাদি পুরস্কার ছাড়াও জীবনের অন্তিম লগ্নে ফরাসি সরকার সত্যজিৎকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্মান - অস্কার পুরস্কারে ভূষিত করেন।
মৃত্যু: কিছুকাল রোগভোগের পর ১৯৯২ খ্রিস্টাব্দের ২৩ এপ্রিল এই মহান স্রষ্টা শেষনিশ্বাস ত্যাগ করেন।
সত্যজিং রায় - বাংলা রচনা | Bengali Essay on Satyajit Ray | Bangla Paragraph Writing for Class III - VI |
সত্যজিং রায় - বাংলা রচনা | Bengali Essay on Satyajit Ray | Bangla Paragraph Writing for Class III - VI |
সত্যজিং রায় - বাংলা রচনা | Bengali Essay on Satyajit Ray | Bangla Paragraph Writing for Class III - VI |