বনসৃজন প্রকল্প - বাংলা রচনা | Bengali Essay on Forestry Project | Bangla Paragraph Writing for Class III - VI
বনসৃজন প্রকল্প - বাংলা রচনা | Bengali Essay on Forestry Project | Bangla Paragraph Writing for Class III - VI |
বনসৃজন প্রকল্প
পৃথিবীতে প্রাথমিক প্রাণের বিকাশ ঘটেছে উদ্ভিদের মধ্যে। উদ্ভিদই আদি প্রাণ। শুধু আদি প্রাণ নয়—বৃক্ষলতাদি, উদ্ভিদরা মানুষের পরম বন্ধু। নানাভাবে উদ্ভিদ মানুষের উপকার সাধন করে। এক কথায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা উদ্ভিদের উপর বিশেষভাবে নির্ভরশীল।সভ্যতার আদিতে পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল কম। তাই মানুষের যা প্রয়ােজন তা মিটিয়েও উদ্ভিদ থাকত অপর্যাপ্ত। কিন্তু পৃথিবীতে ধীরে ধীরে জনসংখ্যাবৃদ্ধিহেতু উদ্ভিদ পরিমাণে যথেষ্ট কমে গেল। নিত্য প্রয়ােজনে মানুষ একের পর এক গাছপালা শেষ করতে লাগল। বিরাট বিরাট বনজঙ্গল কেটে বনভূমি নিঃশেষ করে বসতবাটি গড়ে তুলল। এর ফল হল ভয়াবহ। পরিবেশ দূষিত হল, নানা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হল, মানুষের চোখের সামনে থেকে শ্যামল সৌন্দর্য অন্তর্হিত হল। মানুষ হলস্বার্থপর -তার সুকোমল বৃত্তি সব কোথায় চলে গেল।মানুষের পরম বন্ধু গাছপালা। তারা ফুল দেয়, ফল দেয়। গাছ থেকে মানুষ পায় জ্বালানি কাঠ, কাঠ থেকে আসবাবপত্র তৈরি হয়। গাছপালা ভূমির ক্ষয়রােধ করে। বন্যা প্রতিহত করে। আরাে কত কী! শ্যামলে শ্যামল সবুজের মহিমা দেখে আমাদের চোখ জুড়ায়। কিন্তু প্রয়ােজনে মানুষ যে পরিমাণে গাছপালা কেটে শেষ করল,—সে পরিমাণে নতুন গাছপালা সৃষ্টি করল না। সংকট ঘনিয়ে এল জীবনে।টনক নড়ল-চেতনা এল পরে। সুস্থভাবে বাঁচতে হলে নতুন করে গাছপালা লাগাতে হবে। রাষ্ট্রসংঘ এ ব্যাপারে বিশ্বের সকল রাষ্ট্রকে অগ্রণী হতে বললেন। আজ তাই বিশ্বের সকল রাষ্ট্রের মানুষ গাছপালা লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টির জন্য তৎপর হয়ে উঠেছে। ভারতবর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সকল শ্রেণির মানুষ গাছপালা লাগাতে বিশেষভাবে উদ্যোগী হয়ে উঠেছেন। পশ্চিমবঙ্গে এ ব্যাপারে বিপুল সাড়া জেগেছে। সরকারের পক্ষ থেকে বাস-রাস্তার দুপাশে অনেক বড়াে বড়াে গাছ সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষ ও স্কুলকলেজের ছাত্রছাত্রীরা বিশেষভাবে উৎসাহী হয়েছে। বছরে একবার বনমহােৎসব পালিত হচ্ছে। স্কুলকলেজের প্রাঙ্গণ, রাস্তাঘাট নতুন নতুন গাছে ভরে উঠেছে। আবার পশ্চিমবঙ্গ শ্যামল অঞ্চলে ঢাকা পড়বে তার নির্দশন দিকে দিকে। পশ্চিমবঙ্গে সামাজিক বনসৃজন প্রকল্পের যে শুভ সূচনা দেখা দিয়েছে, তা নিঃসন্দেহে এ দেশের মানুষের জীবনে কল্যাণদাত্রী হবে আশা করা যায়।সুন্দর ও সুষ্ঠুভাবে মানুষকে বাঁচতে হলে আমাদেরবাসভূমিকে সবুজ বন-বনানীতে ভরিয়ে দিতে হবে। জনগণ আজ এ ব্যাপারে দারুণভাবে উৎসাহী। সরকারবর্ষাকালের সময় প্রচুর চারাগাছ ও সার বিনামূল্যে বিতরণ করছেন। একদা ভারতবর্ষের বনভূমিতেই রচিত হয়েছিল শাস্ত্রসংহিতা-সেখান থেকেই ঋষিকণ্ঠে উত্থিত হয়েছিল সামমন্ত্র। আবার আমরা বনসৃজন-প্রকল্পে আমাদের জীবনকে শান্ত-রসাস্পদকরে তুলব,—তার কর্মসাধনা শুরু হয়েছে দিকে দিকে।
বনসৃজন প্রকল্প - বাংলা রচনা | Bengali Essay on Forestry Project | Bangla Paragraph Writing for Class III - VI |
বনসৃজন প্রকল্প - বাংলা রচনা | Bengali Essay on Forestry Project | Bangla Paragraph Writing for Class III - VI |
বনসৃজন প্রকল্প - বাংলা রচনা | Bengali Essay on Forestry Project | Bangla Paragraph Writing for Class III - VI |