প্রজাতন্ত্র দিবস - বাংলা রচনা | Bengali Essay on Republic Day | Bangla Paragraph Writing for Class III - VI
প্রজাতন্ত্র দিবস - বাংলা রচনা | Bengali Essay on Republic Day | Bangla Paragraph Writing for Class III - VI |
প্রজাতন্ত্র দিবস
বর্তমানে পৃথিবীর সব স্বাধীন দেশেই একটি নির্দিষ্ট শাসনতন্ত্র অনুযায়ী দেশ শাসন করা হয়। প্রতিটি স্বাধীন দেশের নির্ধারিত এই শাসনতন্ত্রের মূল লক্ষ্য হল দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করা, দেশবাসীরা সর্বাঙ্গীণ উন্নতি সাধন করা ও কল্যাণকামী কাজ করা। প্রজাদের উন্নতিকল্পে রচিত এই শাসনতন্ত্র প্রজাতন্ত্র নামে খ্যাত। প্রজাদের দ্বারা তৈরি শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার বিশেষ দিনটি স্মরণীয় করে রাখার জন্যই পালিত হয় প্রজাতন্ত্র দিবস। ভারতবর্ষ দীর্ঘ প্রায় দু’শ বছর পরাধীন ছিল। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকদের অধীনে থেকে এই দীর্ঘ সময়কাল ধরে দেশবাসী শােষিত, নিপীড়িত হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের আত্মবলিদান। কিন্তু স্বাধীনতা লাভই শেষ কথা নয়। স্বাধীনতা উত্তরকালে দেশের সর্বাঙ্গীন উন্নয়ন যদি ঘটে তবেই স্বাধীনতা সার্থক হয়। দেশ পরিচালনার জন্য সেই সময়ই প্রয়ােজন হয় একটি শাসনতন্ত্রের। ড.
আম্বেদকরের অক্লান্ত পরিশ্রমের অবশেষে সেই শাসনতন্ত্র বা সংবিধান তৈরি হয়। এতে লিপিবদ্ধ করা আছে ভারতীয়দের মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাজ্যপাল, মন্ত্রী ও রাষ্ট্রপতিদের ক্ষমতাবলি প্রভৃতি। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সরকারিভাবে এই সংবিধান গ্রহণ করা হয় এবং কার্যকর হয়। যে দিনে এই সংবিধান গ্রহণ করা হয় সেই
দিনটিকে প্রজাতন্ত্র দিবস বলে। স্বাধীনতার পর সরকারিভাবে প্রতিবছর এই দিনটি সাড়ম্বরে পালন করা হয়। এই তাৎপর্যপূর্ণ দিনটি জাতীয় ছুটি হিসাবে চিহ্নিত। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ সার্বভৌম দেশ। জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি প্রভৃতি ভারতবাসীর মনে সদা জাগিয়ে রাখবার উদ্দেশ্যেই এই দিনটি প্রতি বছর পালন করা হয়। সকলের সমবেত প্রচেষ্টাতেই জাতীয় জীবনের সার্বিক বিকাশ ও উন্নতি সম্ভব। এই দিনটিতে রাষ্ট্রপতি লালকেল্লায় জাতীয় জীবনের সার্বিক বিকাশ ও উন্নতি সম্ভব। এই দিনটিতে রাষ্ট্রপতি লালকেল্লায় জাতীয় পতাকা তােলেন। এরপর সেখানে আয়ােজিত হয় এই বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান। এই দিনটিতে প্রত্যেকটি রাজ্যের রাজধানীতে সরকারি অনুষ্ঠানের আয়ােজন করা হয়। এই দিন প্রত্যেকটি ভারতবাসী হিংসা, বিরােধ, দলাদলির উর্ধ্বে উঠে সংঘবদ্ধ হয়ে দেশবিরােধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে প্রজাই মুখ্য। জাতি যদি ঐক্যবদ্ধ হয় তবেই ভারতবর্ষের উন্নতি সম্ভব—এই চেতনা সকল ভারতবাসীর হৃদয়ে জাগ্রত করতে হবে। প্রজাতন্ত্র দিবস প্রতিবছর আমাদের অতীত সম্পর্কে স্মরণ করিয়ে দেয় এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার অনুপ্রেরণা জাগায়। এই দিনটিকে আমাদের মনে করিয়ে দেয় বিশ্বকবির বাণী “ভারতে বিভিন্ন জাতি একের অনলে বহুরে আহূতি দিয়া/বিভেদ ভুলিল জাগায়ে তুলিল
একটি বিরাট হিয়া”। ভারতের প্রজাতন্ত্রের এই হল মূল কথা।