রথের মেলা - বাংলা রচনা | Bengali Essay on Chariot Fair | Bangla Paragraph Writing for Class III - VI
রথের মেলা - বাংলা রচনা | Bengali Essay on Chariot Fair | Bangla Paragraph Writing for Class III - VI |
রথের মেলা
‘মেলা’ শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। কোনাে উৎসব অনুষ্ঠান উপলক্ষ্যে বিভিন্ন ধরনের মিলনক্ষেত্র হল মেলা। আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মেলা বসে। যেমন- রথের মেলা, চড়কের মেলা, গাজনের মেলা ইত্যাদি। এইসব মেলার মধ্যে রথের মেলা সবচেয়ে উল্লেখযােগ্য। সাধারণত বর্ষাকালে অর্থাৎ আষাঢ় মাসে রথের মেলা বসে। এই উৎসব প্রধানত জগন্নাথদেবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। এই মেলা চলে সাতদিন। গ্রামের বড়াে মাঠের মধ্যে রথের মেলা বসে। দূরদূরান্ত থেকে বিভিন্ন ধরনের গাছপালা বিক্রি হয়। এছাড়া সংসারের নানা ধরনের জিনিস,
ছােটোদের খেলনা, বাঁশের বাঁশি, পুতুল, মেয়েদের সাজার জিনিস, রং-বেরং এর চুড়ি ইত্যাদি জিনিসও বিক্রি হয়। আর
বসে নানারকমের খাবারের দোকান। এর মধ্যে সবথেকে বেশি যে খাবারটি মানুষকে আকর্ষণ করে তা হল পাঁপড় ভাজা ও জিলিপি। মেলার নাগরদোলা, সার্কাস, ম্যাজিক, ইলেকট্রিকের বিভিন্ন দ্রব্য অন্যতম আকর্ষণের দ্রব্য। এই সব মিলিয়ে মেলার সাতদিন বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পূর্ণ থাকে। ধনী-দরিদ্র, জাতি-ধর্ম-নির্বিশেষে রথের মেলায় অংশ নিয়ে এই মেলাকে মিলন-ক্ষেত্র করে তােলে।।