|
একটি প্রাকৃতিক বিপর্যয় - বাংলা রচনা | Bengali Essay on A Natural Disaster | Bangla Paragraph Writing for Class III - VI |
একটি প্রাকৃতিক বিপর্যয়
প্রকৃতি সর্বদা মানুষের প্রতি স্নেহশীলা নয়, তার নির্দয় নিষ্ঠুর রুদ্ররােষে জনজীবন হয়ে ওঠে মাঝে মাঝেই বিপর্যস্ত। এইভাবে বন্যা, ঝড়, খরায় পশ্চিমবঙ্গ মাঝে-মাঝেই বিপর্যস্ত হয়। গত ২৬ মে শুক্রবার মধ্যরাতে মেদিনীপুর ও চব্বিশ পরগনার উপর দিয়ে ১৩০ কিলােমিটার বেগে ঘূর্ণিঝড় বয়ে যায় যার তাণ্ডবে মেদিনীপুরের রামনগর, কাঁথি, খেজুরি, দাঁতন, সুতাহাটা, নন্দীগ্রাম, মােহনপুর, গােপীবল্লভপুর, দাশপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ব্লকগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যরাতে শুরু হয় বাতাসের তীব্র শোঁ-শোঁ শব্দ, বিদ্যুৎ চমক, বজ্রপাত। ঝঞ্ঝাবিধ্বস্ত এলাকায় শত শত মাটির বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। পঞ্চশ হাজার ঘরবাড়ি, দশ হাজার গবাদি পশু এমনকি বড়াে বড়াে গাছপালা নিশ্চিহ্ন হয়ে যায়। বড়াে বড়াে গাছপালা উপড়ে পড়ায় দিঘা, রামনগর ও কঁথির রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। সেদিন দুর্যোগের শিকার হন বহু ট্রেনযাত্রী। যানবাহনের চলাচল অনিয়মিত হয়, টেলিফোনের তার ছিঁড়ে যাওয়ায় যােগাযােগ ব্যবস্থা ব্যাহত হয়। বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়, উপরন্তু, হলদিয়া বন্দর ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন শোধনাগারের কাজকর্ম বন্ধ হয়ে যায়। এইভাবেই বহুবার প্রাকৃতিক বিপর্যয়ের হাতছানিতে মানুষ দিশেহারা হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের আগমনকাল সম্পর্কে কেবলমাত্র পূর্বাভাস দেওয়া যায়, কিন্তু একে সম্পূর্ণরূপে প্রতিরােধ করা যায় না। বিপন্ন মানুষের দুর্দিনে তাদের পাশে এসে দাঁড়ানাে আমাদের প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য।
|
একটি প্রাকৃতিক বিপর্যয় - বাংলা রচনা | Bengali Essay on A Natural Disaster | Bangla Paragraph Writing for Class III - VI |
|
একটি প্রাকৃতিক বিপর্যয় - বাংলা রচনা | Bengali Essay on A Natural Disaster | Bangla Paragraph Writing for Class III - VI |
|
একটি প্রাকৃতিক বিপর্যয় - বাংলা রচনা | Bengali Essay on A Natural Disaster | Bangla Paragraph Writing for Class III - VI |