হেমন্তকাল - বাংলা রচনা | Bengali Essay on Late Autumn | Bangla Paragraph Writing for Class III - VI |
হেমন্তকাল
বছরের ছয়টি ঋতুর মধ্যে চতুর্থ ঋতুটি হল হেমন্তকাল ৷ কার্তিক-অগ্রহায়ণ-এই দুই মাস হেমন্তকাল ৷ এই সময় দিন ছোটো ও রাত বড়ো হতে থাকে I শীতের আগে এই ঋতু শীতের আগমন বার্তা নিয়ে আসে ৷ হিমেল হাওয়ায় আকাশে বাতাসে একটা ঠান্ডার শিহরণ জাগায় । এই সময় আকাশ থাকে পরিষ্কার ৷ মাঠে মাঠে ধান কাটা শুরু হয়ে যায় ৷ বাঙালির ঘরে ঘরে নবান্ন উৎসব পালিত হয় ৷ খেত থেকে এই সময় তোলা হয় কপি,মূলো, টম্যাটো, কড়াইশুঁটি, পালং শাক, আলু আর অনেক রকমারি সবজি I বাঙালির ঘরে ঘরে আকাশ প্রদীপ জ্বলে ৷ মাথার ওপরে নীলিমায় নীল আকাশ I হেমন্তের শিশির ভেজা ঘাসের ডগা জ্বলজ্বল করে I এই সময় নিউমোনিয়া, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি অসুখ দেখা দেয় ৷ তবে হেমন্তের প্রভাব বেশিদিন স্থায়ী হয় না তাই এই ঋতু অনুভব করতে না করতেই ফুরিয়ে যায় ৷