সময়ের মূল্য - বাংলা রচনা | Bengali Essay on The Value of Time | Bangla Paragraph Writing for Class III - VI
সময়ের মূল্য - বাংলা রচনা | Bengali Essay on The Value of Time | Bangla Paragraph Writing for Class III - VI |
সময়ের মূল্য
সময় জলস্রোতের মতো অনবরত বয়ে চলে যাচ্ছে ৷ ঘড়ির কাঁটার মতো তার বিরাম নেই । যে সময় চলে যায় তা আর ফিরে আসে না I কাজেই আমাদের সর্বদা সময়ের সদ্ ব্যবহার করা উচিত I যদি প্রতিদিন স্কুলের পড়া নিয়মিত করা হয়, তাহলে শিক্ষক মশাই খুশি হন I নিয়মিত এই পাঠে বার্ষিক পরীক্ষার ফলও ভালো হয় I পরীক্ষার সময় রাত জেগে না বুঝে মুখস্থ করে গেলে ফল তো ভালো হয়ই না, এমনকি স্বাস্থ্যও খারাপ হতে পারে । শুধু স্কুলের পড়াশোনার ব্যাপারেই নয়, জীবনের সর্বক্ষেত্রে সময়মতো কাজ না করলে তার ফল ভালো হয় না I যারা প্রথম বয়সে যথার্থ শিক্ষালাভ করে না, পরবর্তী জীবনে তারা কখনও উন্নতি করতে পারে না l বয়স হয়ে গেলে নতুন করে আর শেখবারও সুযোগ থাকে না I ব্যর্থতার ভরে যার জীবন ৷