|
দেশগঠনে ছাত্রসমাজ - বাংলা রচনা | Bengali Essay on Student Society in The Formation of The Country | Bangla Paragraph Writing for Class III - VI |
দেশগঠনে ছাত্রসমাজ
জওহরলাল নেহরু বলেছিলেন, ইংরেজরা আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে তা এক বিধ্বস্ত ভস্মীভূত প্রাচীন প্রাসাদকে পুনর্গঠিত করবার স্বাধীনতা।মহান ঐতিহ্যসম্পন্ন এই সুবিশাল দেশ ইংরেজ শাসনের যুগে ক্রমাগত অত্যাচারিত ও শােষিত হওয়ার ফলে এক অস্থিচর্মসার ম্রিয়মানা রােগিণীর অবস্থা লাভ করেছে। এই ম্রিয়মাণা রােগীকে পুনরায় সুস্বাস্থ্যের অধিকারিণী করে স্বমর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু কে তা করবে? দেশগঠনের কাজে তাই এগিয়ে আসতে হবে বর্তমানের তরুণসমাজকে, বর্তমানের ছাত্রসমাজকে। তারই জন্য পূর্বপ্রস্তুতি প্রয়ােজন। অভিভাবকেরা কোনােমতে যখন বর্তমানে তাদের মুখে দু-মুঠো অন্ন তুলে দিতে পারছেন, তখন এটাই ভবিষ্যৎ প্রস্তুতির অবসর।এই প্রস্তুতির জন্য প্রথমেই প্রয়ােজন কিছু গঠনমূলক কাজের অভ্যাস। দেশ বলতে দেশের ভৌগােলিক রূপ যেমন বােঝায়, তেমন দেশের মানবসমাজও বােঝায়। এই দুই উপাদানের কথা মনে রেখেই কাজ শুরু করতে হবে। ঘর এবং ঘরের বাইর পরিচ্ছন্ন রাখতে হবে। প্রত্যেক ছাত্রের দেখা উচিত, তার বাড়ির চারপাশে যেন জঙ্গল বা আবর্জনা না থাকে। সপ্তাহে একদিন কিছুক্ষণ কাজ করলেই তা সম্ভব হবে। সমাজে যারা অস্পৃশ্য বলে পরিগণিত, একাজে তাদেরও সহায়তা নিতে হবে। গ্রামের সর্বস্তরের মানুষ একসঙ্গে গ্রাম পরিচ্ছন্ন করবার কাজে অগ্রসর হলে গ্রাম তাে পরিচ্ছন্ন হবেই, মনও পরিচ্ছন্ন হবে। মনের মধ্যে এই অনুভূতি যতই জাগবে যে, নিজেদের কাজ নিজে হাতে করা মােটেই অসম্মানজনক নয় ততই এ উপলদ্ধি বৃদ্ধি পাবে যে, যারা গ্রামকে পরিচ্ছন্ন করবার এবং আবর্জনামুক্ত করবার দায়িত্ব নেয় তারা অস্পৃশ্য তাে নয়ই, তারা প্রণম্য।ছাত্রসমাজ অবসর সময়ে কিছু কিছু সেবামূলক কাজ করতে পারে। গ্রাম ও সন্নিহিত অঞ্চলের সক্ষম ব্যক্তিদের কাছ থেকে অর্থ, খাদ্য, পরিচ্ছদ ইত্যাদি সংগ্রহ করে একটি 'সাহায্য সমিতি’ গড়ে তুলতে পারে। তা থেকে নিজেদের অঞ্চলের দুঃস্থদের কিছু কিছু সাহায্য দেওয়া যাবে। গ্রামে যাতে সংক্রামক রােগ ছড়াতে না পারে তার জন্য ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে। গ্রামের নােংরা পুকুর পরিষ্কার করে গ্রামে স্বাস্থ্য উদ্ধারে সাহায্য করতে পারে। সংগৃহীত কচুরিপানা দিয়ে কম্পােস্ট সার তৈরি। করতে পারে। বয়স্ক ও নিরক্ষরদের লেখাপড়া শেখাবার জন্য নৈশ বিদ্যালয় চালাতে পারে। গ্রামে একটি সাধারণ পাঠাগার স্থাপন করে তার মাধ্যমে আনন্দজনক এবং সদ্গ্রন্থ পাঠের ব্যবস্থা করতে পারে। মাঝে মাঝে নানাস্থান থেকে যশস্বী ও চিন্তাশীল শিক্ষক ও সমাজকর্মীদের বক্তৃতার ও আলােচনার ব্যবস্থা করা হলে আরাে ভালাে হয়। যে-সকল কর্মসূচির কথা উল্লিখিত হল, সেগুলি অবলম্বন করলে দেশগঠনের সঙ্গে সঙ্গে ছাত্রদের আত্মগঠনও হবে। নাগরিকদের এই আত্মগঠন দেশগঠনের সর্বাপেক্ষা বড়াে উপাদান।
|
দেশগঠনে ছাত্রসমাজ - বাংলা রচনা | Bengali Essay on Student Society in The Formation of The Country | Bangla Paragraph Writing for Class III - VI |
|
দেশগঠনে ছাত্রসমাজ - বাংলা রচনা | Bengali Essay on Student Society in The Formation of The Country | Bangla Paragraph Writing for Class III - VI |
|
দেশগঠনে ছাত্রসমাজ - বাংলা রচনা | Bengali Essay on Student Society in The Formation of The Country | Bangla Paragraph Writing for Class III - VI |