|
সমাজে ছাত্রদের কর্তব্য - বাংলা রচনা | Bengali Essay on The Duty of Students in Society | Bangla Paragraph Writing for Class III - VI |
সমাজে ছাত্রদের কর্তব্য
আজকাল ছাত্রছাত্রীদের নিয়ে সমাজের সকলেই চিন্তিত। সকলেরই ধারণা, বর্তমানে ছাত্রসমাজ ঠিকভাবে নিজেদের কর্তব্যপালন করছে না। সুতরাং ছাত্রদের কর্তব্য কী—তা ভালাে করে বােঝা দরকার। দেশের বা সমাজের প্রয়ােজন অনুযায়ী যাতে মানুষ গঠন করা যায়, স্কুল বা কলেজ সেজন্যে চেষ্টা করে। বর্তমানে স্কুলকলেজের শিক্ষাব্যবস্থায় প্রচুর পরিবর্তন ঘটেছে। স্কুলে বই-এর চাপ কমানাে হয়েছে, পরীক্ষাব্যবস্থা পাল্টানাে হয়েছে। 'কর্মশিক্ষা, শারীরশিক্ষা এবং বিদ্যালয় কার্যক্রমসহ সমাজসেবা’ নামে একটি বিষয়ের জন্যে একশাে নম্বর রাখা হয়েছে। ছাত্রদের প্রথম কর্তব্য হবে এই নতুন ব্যবস্থাকে সফল করে তুলবার জন্যে সহযােগিতা করা। ছাত্রদের দ্বিতীয় কর্তব্য হবে বিদ্যাপ্রতিষ্ঠানে বিদ্যালাভ করতে করতে নিজেদের চরিত্রগঠন করা। ভবিষ্যতে দেশের উপযুক্ত নাগরিক হয়ে উঠতে গেলে, মানুষরুপে উন্নত হতে গেলে, চরিত্র গঠনের বিশেষ প্রয়ােজন। কর্তব্যের প্রতি নিষ্ঠা, একসঙ্গে কাজ করার মনােভাব, নেতৃত্ব দেওয়া, নেতৃত্ব মেনে চলা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, বন্ধুদের সঙ্গে সমালােচনা করা ও সহ্য করা ইত্যাদি নানা গুণ ভবিষ্যৎ জীবনে মানুষকে সাফল্যের পথে অগ্রসর হতে খুব সাহায্য করে। স্কুলে এবং কলেজে এইসব সদগুণ চর্চা করার যথেষ্ট সুযােগ পাওয়া যায়। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এইসব গুণের চর্চা করা ছাত্রদের কর্তব্য। স্কুলকলেজে পড়বার সময সেখানকার সমস্ত নিয়মশৃঙ্খলা ছাত্রদের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মেনে চলা উচিত। যে-সময় স্কুল বসবে বা ক্লাস আরম্ভ হবে, সেই সময়টি মেনে চলা উচিত। কারণ স্কুলকলেজে যেসব নিয়ম করা হয়, সবই ছাত্রদের কল্যাণের জন্যে। সেগুলির সব কটি ছাত্রদের মেনে চলা উচিত।বাড়িতেও ছাত্রদের কর্তব্য আছে। অনেক সময় অনেক বাড়িতে ছেলেমেয়েকে নানারকম কাজ করতে বলা হয়। তাদের সেইসব কাজ সন্তুষ্টমনে করা উচিত। আর একটি অভ্যাসও দরকার ; সেটি হল—মা-বাবা ও অন্যান্য গুরুজনকে সম্মান করবার অভ্যাস এবং ছােটো ভাইবােনকে স্নেহ করবার অভ্যাস। এসব সদভ্যাস ভবিষ্যৎ কর্মজীবনে খুবই কাজে লাগে। স্কুল এবং বাড়ি ছাড়াও রয়েছে বাইরের সমাজ। ছাত্রদের মনে রাখা উচিত, সমাজ ছাত্রছাত্রীদের ভদ্র, বিনয়ী এবং সুশৃঙ্খলরূপে দেখতে চায়। সুতরাং সভাসমিতিতে, রাস্তায়-ঘাটে, দোকানে-বাজারে ছাত্রদের বিনয়ী এবং ভদ্র হয়ে চলা উচিত। এর ফলে সমাজের সবাই ছাত্রদের নিয়ে গর্ববােধ করতে
পারবেন। আজ যারা ছাত্রছাত্রী, ভবিষ্যতে তারাই সমাজ এবং দেশের সব কাজ পরিচালনার ভার নেবে। অনুপযুক্ত লােক কোনাে ভার নিতে পারে না। ভার নিতে গেলে উপযুক্ত হতে হয়। ছাত্রজীবন হল এই উপযুক্ত হবার সঠিক সময়।
|
সমাজে ছাত্রদের কর্তব্য - বাংলা রচনা | Bengali Essay on The Duty of Students in Society | Bangla Paragraph Writing for Class III - VI |
|
সমাজে ছাত্রদের কর্তব্য - বাংলা রচনা | Bengali Essay on The Duty of Students in Society | Bangla Paragraph Writing for Class III - VI |
|
সমাজে ছাত্রদের কর্তব্য - বাংলা রচনা | Bengali Essay on The Duty of Students in Society | Bangla Paragraph Writing for Class III - VI |