|
একটি ইতিহাস প্রসিদ্ধ স্থানে ভ্রমণ - বাংলা রচনা | Bengali Essay on Travel to A History Famous Place | Bangla Paragraph Writing for Class III - VI |
একটি ইতিহাস প্রসিদ্ধ স্থানে ভ্রমণ
তাজমহলের ছবি দেখেছি অনেক, তার সম্পর্কে রচিত কত কবিতা পড়েছি, শুনেছি কত মন-পাগল-করা গান। তাই অবিস্মরণীয় ঐতিহাসিক স্মৃতিবিজড়িত, কবিতা-মর্মরিত ও সংগীত-মুখরিত সেই পবিত্র সমাধি মন্দির দেখার ইচ্ছে আমার মনে বহুকাল ধরেই সঞ্চিত রয়েছে। সেবারের পূজার ছুটিতে এল তাজমহল দেখার দুর্লভ সুযােগ। হাওড়া স্টেশনের যাত্রী, কুলি, বাক্স-সুটকেসের ভিড়, তুমুল হৈ-চৈ, ব্যস্ততা, কোলাহল পেরিয়ে বিকেল তিনটেয় পরিবারসহ আগ্রায় যমুনা নদীর তীরে গিয়ে হাজির হলাম। নানা মূল্যবান রত্নে খচিত তাজমহলের পাশ দিয়ে যমুনা কল্লোলিত রবে বয়ে চলেছে, নদীতে পড়েছে তার ছায়া। আমার আশৈশব স্বপ্নের তাজমহলকে দেখে মনে হল, যেন শ্বেত মর্মরের পাতায় রচিত একটি কালজয়ী অমর কবিতা—‘একবিন্দু নয়নের জল/কালের কপােলতলে শুভ্র সমুজ্জ্বল/এ তাজমহল। এই তাজমহলকে কেন্দ্র করেই কবি-সাহিত্যিকরা তাঁদের কবিতায় ও সংগীতে সম্রাট শাজাহানের পত্নীপ্রেমের গভীরতা ও তার অন্তর্বেদনাকে প্রকাশ করতে চেয়েছেন। ভ্রাতৃরক্তে দুহাত রঞ্জিত করে যে সম্রাট সিংহাসন অধিকার করেছিলেন সেই আবার পত্নীর বিরহ যন্ত্রণায় কাতর হয়ে বহুলক্ষ মুদ্রা ব্যয়ে এই তাজমহল গড়েছিলেন ভাবলে বিস্ময় জাগে। আমার মনে হয়, তাজমহলের মধ্যে প্রকৃত মানুষ শাজাহানের পরিচয় রয়েছে। ঐতিহাসিক সম্রাট শাজাহানের অন্তজীবনের প্রেমিকসত্তার শিল্পমূর্তি তার পত্নীর স্মৃতিসৌধ তাজমহল। শাজাহান ছিলেন একাধারে প্রেমিক ও শিল্পী, তাই তিনি চেয়েছিলেন পত্নীর প্রতি তাঁর প্রেমকে তাজমহলের মধ্য দিয়ে অমরত্ব দান করতে। ভারতীয় শিল্পকলার অপূর্ব নিদর্শন তাজমহল শাজাহানের পত্নীপ্রেমের নিদর্শনই শুধু নয়, চিরকালের প্রেমিক-প্রেমিকার প্রেমপূত জীবনের নব মেঘদূত।
|
একটি ইতিহাস প্রসিদ্ধ স্থানে ভ্রমণ - বাংলা রচনা | Bengali Essay on Travel to A History Famous Place | Bangla Paragraph Writing for Class III - VI |
|
একটি ইতিহাস প্রসিদ্ধ স্থানে ভ্রমণ - বাংলা রচনা | Bengali Essay on Travel to A History Famous Place | Bangla Paragraph Writing for Class III - VI |
|
একটি ইতিহাস প্রসিদ্ধ স্থানে ভ্রমণ - বাংলা রচনা | Bengali Essay on Travel to A History Famous Place | Bangla Paragraph Writing for Class III - VI |