দেশপ্রেম - বাংলা রচনা | Bengali Essay on Patriotism | Bangla Paragraph Writing for Class III - VI দেশপ্রেম স্বদেশ ও স্বজাতির প্রতি প্রীতিবােধ, স্বদেশের গৌরবে গৌরববােধ ও অধঃপতনে গ্লানিবােধ দেশপ্রেমের সাধারণ লক্ষণ। ইতিহাসের পাতা উল্টোলেই বিভিন্ন দেশের বিভিন্ন জাতির স্বদেশপ্রেমের কথা আমরা জানতে পারি। ভারতবাসীরা যখন দীর্ঘ দু’শ বছর ধরে ইংরেজ জাতির কাছে পদানত ছিল তখনই ভারতবাসী দেশপ্রেমের মন্ত্রে দীক্ষা লাভ করে। ঊনবিংশ শতাব্দীতে ইংরেজরা যখন নিজ প্রয়ােজনে নিজ উদ্যোগে বিদ্যালয় গড়ে তুললেন, তখন দেশের মুষ্টিমেয় মধ্যবিত্ত মানুষের মনে পাশ্চাত্য শিক্ষার আলােকে নববােধের ও দেশপ্রেমের উন্মেষ ঘটল। অতীত ভারতের গৌরবময় শৌর্যবীর্যের ইতিহাস, ইউরােপীয় জাতিগুলির দেশপ্রীতির ইতিহাস, ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ইংল্যাণ্ডের গৌরবময় বিপ্লব ও ইটালি-জার্মানির ঐক্যসাধনের ইতিহাস। দেশবাসীকে দেশপ্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে গেল। এরই কর্মসূচী হিসাবে সমাজসংস্কারকেরা সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করতে এগিয়ে এলেন—করলেন স্ত্রীশিক্ষা প্রবর্তন, সতীদাহ প্রথা নিবারণ, বাল্যবিবাহ রােধ প্রভৃতি সামাজিক সংস্কার। এর পরব...