বাংলার গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Market of Bengal Village | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
| বাংলার গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Market of Bengal Village | Bangla Paragraph Writing for Class III - VI |
বাংলার গ্রামের হাট
গ্রামের পর গ্রাম ছড়িয়ে আছে দূরে দূরে I তার মাঝে হাট I এই হাটে চলে ‘ ‘নিত্য নাটের খেলা I” সপ্তাহে একদিন কি দু-দিন হাট বসে I হাটে গ্রামের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয় করে I গ্রামের মানুষের মিলনস্থল ও এই হাট। সপ্তাহের বিশেষ বিশেষ দিনে দূর- দুরান্তের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় ; সুখ- দুঃখের কত ভাব-বিনিময় চলে এবং কতখবরাখবর লেনদেন হয় এর - ওরমাধ্যমে। খােলা জায়গায়,নদী বা রাস্তার ধারে এই হাটবসে। কিছু গাছগাছড়া এখানেসেখানে ছায়া নিয়ে দাঁড়িয়ে থাকে। মাঝে ছড়িয়েথাকে অনেক দোচালা ঘর।ভোরের আলাে ফুটতে না ফুটতেইদোকানিরা আসে;আসে কত গ্রামের মানুষ—কেউ শাকসবজি, আনাজ-তরকারি, কেউ নিত্য প্রয়ােজনীয় জিনিস কিনতে।আর আসে পাইকাররা গ্রামের হাট থেকে নিত্য প্রয়ােজনীয় জিনিসপত্র সস্তায় কিনে শহরের বাজারে চালান করতে।হাটে-আনা শাকসবজি দেখে সন্তানহারা মাঠগুলাের কথাই মনে পড়ে। মনে হয়, মাঠগুলো যেন কাঁদছে ; ফসলগুলােও মা-হারা হয়ে কঁদছে। চালহাটায় ধান চাল, তরকারি হাটায় শাকসবজি - অনাজ, মুরগি হাটায় দুধ-দই-ঘি-ছানা। এর সবই খােলা জায়গায় বসে। দোচালা ঘরগুলােতে জাঁকিয়ে বসে মুদি দোকানিরা। সারাদিন ধরে কেনাবেচা চলে। সূর্য মাঠের শেষে গাঁয়ের মাথায় ঢলে পড়ে। ক্রেতা- বিক্রেতারা একে একে নিজ নিজ বাড়িতে ফিরে আসে। খোলা আকাশের নীচে একা হাট ঝিমোতে থাকে।
![]() |
| বাংলার গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Market of Bengal Village | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
| বাংলার গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Market of Bengal Village | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
| বাংলার গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Market of Bengal Village | Bangla Paragraph Writing for Class III - VI |



