 |
পিপীলিকার সমাজজীবন - বাংলা রচনা | Bengali Essay on Social Life of Ants | Bangla Paragraph Writing for Class III - VI |
পিপীলিকার সমাজজীবন
মানুষ সামাজিক জীব। কিন্তু পিপীলিকা বা পিঁপড়ার সমাজজীবন বােধ হয় আরও সুসংবদ্ধ। এদের প্রত্যেক দলেই একটি রানি পিপড়া থাকে। তার কাজ শুধু ডিম পাড়া। পুরুষ পিঁপড়া সংখ্যায় কম। স্বভাবেও অলস। কিন্তু কর্মী পিঁপড়া সংখ্যায় অসংখ্য। এদের কেউ শ্রমিক, কেউ ছুতাের মিস্ত্রী, কেউ বা সৈনিক। যাবতীয় কাজকর্ম ওরাই করে।
পিঁপড়ার বৈশিষ্ট্য সঞ্চয় প্রবণতা। সারাদিন খাবারের সন্ধানে ওরা কখনও দল বেঁধে কখনও বা একা ঘুরে বেড়ায় খাবারের সন্ধান পেলেই এরা পরস্পর শুঁড়ে শুঁড় ঠেকিয়ে সংবাদ জানায়। তারপর সবাই মিলে খাদ্য বয়ে আনে। শীতের আগেই ওরা শীতের সঞ্চয় করে রাখে। এই কঠোর পরিশ্রম, দুর্দিনের কথা ভেবে সঞ্চয় করার প্রবণতা—এই গুণগুলির শিক্ষা আমরা পিপীলিকার সমাজবদ্ধ জীবন থেকে নিতে পারি।
 |
পিপীলিকার সমাজজীবন - বাংলা রচনা | Bengali Essay on Social Life of Ants | Bangla Paragraph Writing for Class III - VI |
 |
পিপীলিকার সমাজজীবন - বাংলা রচনা | Bengali Essay on Social Life of Ants | Bangla Paragraph Writing for Class III - VI |
 |
পিপীলিকার সমাজজীবন - বাংলা রচনা | Bengali Essay on Social Life of Ants | Bangla Paragraph Writing for Class III - VI |