|
মানুষ ও জীবজন্তু - বাংলা রচনা | Bengali Essay on Human and Animals | Bangla Paragraph Writing for Class III - VI |
মানুষ ও জীবজন্তু
একদিকে প্রকৃতি, অন্যদিকে জীবজন্তু। এই দুইয়ের সমন্বয়ে প্রাণীজগতের বিচিত্র বিকাশ। মানুষ সমগ্র প্রাণীজগতে প্রভুত্ব করতে চায়। পরিবেশকে নিজের জীবনের উপযােগী করে তুলতে চায়। যােগ্যতমের উদ্বর্তনের মধ্য দিয়ে প্রকৃতি যােগ্যতম জীবটিকে টিকে থাকার জন্য নির্বাচন করে নেয়। আবার জীবজন্তুর অস্তিত্ব প্রকৃতির নিয়মে নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন ভৌগােলিক পরিবেশে মানুষের সঙ্গে সঙ্গে জীবজন্তুও প্রকৃতি প্রাঙ্গণে বিচরণে বিহুল। বনভূমির সৌন্দর্য প্রাণসম্পদের সঙ্গে উন্নীত। সুতরাং মাটি, জলবায়ু, উদ্ভিদ, তরুলতার পাশাপাশি পশুপাখি জীবজন্তু নিয়ে মানুষের জীবন বিকশিত হয়। সুদূর অতীতকালে ফলমূল আহরণের পাশাপাশি মাছ ও পশু শিকারে মানুষের জীবনধারণ চলত। কখনও পশু মানুষের অনুমােদনে গৃহপালিত হয়েছে। আবার কখনও জীবজন্তু মানুষের শত্রু রূপে বনেজঙ্গলে আজও বিচরণ করে। গােরু, মােষ, ঘােড়া, ছাগল প্রভৃতি গৃহপালিত জীবজন্তু। তারা মানুষকে খাদ্য দান করে, কখনও মানুষের খাদ্য হয়। আবার কখনও বাঘ-সিংহ প্রভৃতি বন্য হিংস্র জীবজন্তু মানুষের বৈরীরূপে ভীতির কারণ হয়। মানুষের শিক্ষাদীক্ষা, শিল্প-সংস্কৃতি, লােককথার মধ্যে জীবজন্তুর নানান পরিচয় ছড়িয়ে আছে। জীবসমাজের পরিপূর্ণ সদ্ব্যবহারেই মানব সমাজ পূর্ণতাপ্রাপ্ত হয়ে উঠবে।
|
মানুষ ও জীবজন্তু - বাংলা রচনা | Bengali Essay on Human and Animals | Bangla Paragraph Writing for Class III - VI |
|
মানুষ ও জীবজন্তু - বাংলা রচনা | Bengali Essay on Human and Animals | Bangla Paragraph Writing for Class III - VI |
|
মানুষ ও জীবজন্তু - বাংলা রচনা | Bengali Essay on Human and Animals | Bangla Paragraph Writing for Class III - VI |