|
বৈচিত্র্যময় ভারত - বাংলা রচনা | Bengali Essay on India | Bangla Paragraph Writing for Class III - VI |
বৈচিত্র্যময় ভারত
আমাদের ভারতভূমি একটি দেশ নয়, একটি উপমহাদেশ। কিছুদিন আগেও ভারতভূমি আফগানিস্তান থেকে অসম মণিপুর পর্যন্ত বিস্তৃত ছিল। আজ তা খণ্ডিত হয়েছে। উত্তর-পশ্চিমে পাকিস্তান ও পূর্ব দিকে বাংলাদেশ ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তবু ভারত আপন প্রাচীন ঐতিহ্য ও গৌরব নিয়ে অবিচল রয়েছে। ভারতভূমির কিছু অংশ স্বাধীন রাষ্ট্র রূপে ভারতের বাইরে গেলেও ভারত একটি বিশাল দেশ। এর ভৌগােলিক গঠন, জলবায়ু, মৃত্তিকা, অধিবাসী, ধর্ম, ভাষার মধ্যে এত পার্থক্য যে, তা ভাবলেও বিস্মিত হতে হয়। এর বিভিন্ন দিকে সমুদ্র-মহাসমুদ্র তরঙ্গহিল্লোলে নৃত্য করছে ; আবার, একদিকে প্রস্তরনির্মিত আকাশস্পর্শী পর্বতরাজি মহাপ্রাচীরের মতাে দাঁড়িয়ে আছে। এখানে পাশাপাশি আছে কোথাও সমভূমি, কোথাও উচ্চ-মালভূমি, কোথাও পর্বত, কোথাও অরণ্য, কোথাও নদ-নদীতে পূর্ণ উর্বর সরস মৃত্তিকা, কোথাও জলহীন মরু-প্রান্তর। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসি—সকল ধর্মের মানুষ এখানে বাস করে। এখানে আর্য, অনার্য, দ্রাবিড়, হুন, শক, কুষাণ, মােঙ্গল, সকলে এক দেহে লীন হয়েছে। যেমন বহু জাতির ও ধর্মের মানুষ এখানে বাস করে, তেমনি রয়েছে বহু ভাষা। তবুও সকলেই ভারতীয়। সকলেই ঐক্যবদ্ধ হয়ে পরাধীন ভারতের স্বাধীনতার জন্য এক জাতি, এক মন, এক প্রাণ হয়ে যুদ্ধ করেছে।কিন্তু ভারতের এই একই বৃন্তে শত পুষ্পের মতাে বৈচিত্র্যের মধ্যে প্রবেশ করেছে বিভেদের বীজ। কিছু স্বার্থান্বেষী মানুষ ও কিছু বিদেশি শক্তি এই জাতি, ধর্ম ও ভাষার ভিত্তিতে ভারতবাসীদের পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। অসমিয়ারা বলছে অসম অসমিয়াদের, নাগারা বলছে নাগাল্যান্ড নাগাদের, মিজোরা বলছে মিজোরাম মিজোদের, ত্রিপুরার অধিবাসীরা বলছে ত্রিপুরা তাদের, শিখরা বলছে পাঞ্জাব তাদের, আদিবাসী সাঁওতাল-কোল-ভীল-মুন্ডারা বলছে তাদেরও চাই পৃথক রাজ্য। ভারতে যা ছিল বৈচিত্র্য, তা হয়েছে বিভেদের কারণ। ভারত ধ্বংসের পথে চলেছে। বস্তুতপক্ষে ভারত যেহেতু বহু ভাষাভাষী দেশ, ভারতে যেহেতু বিভিন্ন ধর্মাবলম্বী লােকের বাস, সেই কারণে দেশে বারবার এমন সমস্যা দেখা দিয়েছে। কিন্তু ভারত এই বৈচিত্র্যকে স্বীকার করে নিয়েই বলেছে, এক জাতি, এক প্রাণ, একতা।' ভারত প্রত্যেককেই মর্যাদা দিতে চায় যথাযথ আলাপ-আলােচনা করে। তবে মনে রাখা প্রয়ােজন, বৈচিত্র্য বা বিভিন্নতা বিচ্ছিন্নতার কারণ হতে পারে না। আজও বিভিন্নভাবে ভারতকে টুকরাে টুকরাে করার ঘৃণ্য চক্রান্ত চলছে। এই জঘন্য প্রচেষ্টা দৃঢ় হাতে দমন না করতে পারলে ভারতের সমূহ বিপদ। আমরা চাই এক বৃন্তে শতপুষ্প এই যে ভারত, তা চিরদিন যেন এক বৃন্তেই প্রস্ফুটিত থাকে।আমাদের ভুললে চলবেনা ভারতের চিরকালীন আদর্শ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ই ভারতীয় জীবনাদর্শ।