|
আমাদের দেশ ভারত - বাংলা রচনা | Bengali Essay on Our Country is India | Bangla Paragraph Writing for Class III - VI |
আমাদের দেশ ভারত
ভারত আমাদের দেশ। ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে বর্তমান ভারত গঠিত। আয়তনের দিক দিয়ে ভারতবর্ষ বিশাল। এর উত্তরে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা হিমালয় প্রহরীর মতাে দাঁড়িয়ে আছে। দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে বাংলাদেশ ও চিন এবং পশ্চিমে পাকিস্তান ও আরব সাগর। গঙ্গা ও ব্রম্মপুত্র প্রভৃতি নদ-নদীর জলধারা হিমালয় থেকে উৎপন্ন হয়ে উত্তর ভারতের ওপর প্রবাহিত হয়ে সাগরে পড়েছে। দাক্ষিণাত্যের মালভূমির ওপর প্রবাহিত
হয়েছে কৃষ্ণা, কাবেরী, নর্মদা ও গােদাবরী। ভারতকে সেইজন্য নদীমাতৃক দেশ বলা হয়। এদেশ বিশাল হওয়ায় কোথাও শীত অত্যন্ত বেশি, কোথাও গরম প্রচণ্ড, কোথাও প্রবল বর্ষা, আবার কোথাও বৃষ্টিহীন খরা দেখা যায়। প্রকৃতির এরূপ বৈচিত্র্যের জন্য বিভিন্ন রকমের উদ্ভিদ জন্মে। ভারত খনিজ সম্পদে সমৃদ্ধ। হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান, জৈন প্রভৃতি নানা ধর্মাবলম্বী মানুষ ভারতে বাস করেন। বুদ্ধ, মহাবীর, নানক, চৈতন্য, মহাত্মা গান্ধি, রবীন্দ্রনাথ, শ্রীঅরবিন্দ, বিবেকানন্দ, নেতাজি ভারতে জন্মগ্রহণ করে এই দেশকে বিশ্ববরেণ্য করে তুলেছেন।
|
আমাদের দেশ ভারত - বাংলা রচনা | Bengali Essay on Our Country is India | Bangla Paragraph Writing for Class III - VI |
|
আমাদের দেশ ভারত - বাংলা রচনা | Bengali Essay on Our Country is India | Bangla Paragraph Writing for Class III - VI |
|
আমাদের দেশ ভারত - বাংলা রচনা | Bengali Essay on Our Country is India | Bangla Paragraph Writing for Class III - VI |