দেশগঠনে ছাত্রসমাজ - বাংলা রচনা | Bengali Essay on Student Society in The Formation of The Country | Bangla Paragraph Writing for Class III - VI
দেশগঠনে ছাত্রসমাজ - বাংলা রচনা | Bengali Essay on Student Society in The Formation of The Country | Bangla Paragraph Writing for Class III - VI দেশগঠনে ছাত্রসমাজ জওহরলাল নেহরু বলেছিলেন, ইংরেজরা আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে তা এক বিধ্বস্ত ভস্মীভূত প্রাচীন প্রাসাদকে পুনর্গঠিত করবার স্বাধীনতা।মহান ঐতিহ্যসম্পন্ন এই সুবিশাল দেশ ইংরেজ শাসনের যুগে ক্রমাগত অত্যাচারিত ও শােষিত হওয়ার ফলে এক অস্থিচর্মসার ম্রিয়মানা রােগিণীর অবস্থা লাভ করেছে। এই ম্রিয়মাণা রােগীকে পুনরায় সুস্বাস্থ্যের অধিকারিণী করে স্বমর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু কে তা করবে? দেশগঠনের কাজে তাই এগিয়ে আসতে হবে বর্তমানের তরুণসমাজকে, বর্তমানের ছাত্রসমাজকে। তারই জন্য পূর্বপ্রস্তুতি প্রয়ােজন। অভিভাবকেরা কোনােমতে যখন বর্তমানে তাদের মুখে দু-মুঠো অন্ন তুলে দিতে পারছেন, তখন এটাই ভবিষ্যৎ প্রস্তুতির অবসর।এই প্রস্তুতির জন্য প্রথমেই প্রয়ােজন কিছু গঠনমূলক কাজের অভ্যাস। দেশ বলতে দেশের ভৌগােলিক রূপ যেমন বােঝায়, তেমন দেশের মানবসমাজও বােঝায়। এই দুই উপাদানের কথা মনে রেখেই কাজ শুরু করতে হবে। ঘর এবং ঘরের বাইর পরিচ্ছন্ন রাখতে হবে। প্রত্